গাজায় ইসরায়েলি গোলা, ফিলিস্তিনি নিহত

গাজার দিকে তাক করা ইসরায়েলি ট্যাংক। ছবি : আরবনিউজ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গোলার আঘাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে আরো দুজন আহত হয়েছেন।
এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ‘রাফার পূর্বাঞ্চলে দখলকৃত ইসরায়েলি বাহিনীর গোলার আঘাতে ইউসুফ আবু আজরা (১৮) নিহত এবং অপর দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।’
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি বসতি ও ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে সীমান্ত এলাকায় একাধিক গোলা বর্ষণের সময় ওই তিন ফিলিস্তিনি সেখানে ছিলেন।
গত কয়েক সপ্তাহে ইসরায়েল গাজা ভূখণ্ডে বেশ কয়েকবার গোলা নিক্ষেপ করে। আগের গোলা নিক্ষেপে প্রাণহানি না ঘটলেও এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল।