মিয়ানমারে ‘বিদ্রোহীদে’র হামলায় নিহত ৩০

মিয়ানমারে চীনের সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলায় ৩০ জন নিহত হয়েছে। আজ সোমবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের শান প্রদেশে কোকাং এলাকায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিদ্রোহী’রা পুলিশের পোশাক পরে ওই হামলা চালায়।
কোকাং নামের ওই এলাকার বাসিন্দারা চীনা ভাষায় কথা বলে। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠী বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়ছে। কোকাংয়ে এমনই বিদ্রোহী জনগোষ্ঠী হামলা করেছে বলে জানা যায়।
দেশটির নেত্রী অং সান সুকির কার্যালয় থেকে বলা হয়েছে, মিয়ানমার ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) পুলিশ ও সেনাসদস্যদের লক্ষ্য করে সোমবার ওই হামলা করে।
রাজ্যের স্টেট কাউন্সিলরের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী বহু নির্দোষ বেসামরিক মানুষ ওই হামলায় নিহত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ২০টি দগ্ধ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
কোকাংয়ের মানুষ চীনা ভাষায় কথা তো বলেই, এলাকাটির সঙ্গে রয়েছে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি ওই এলাকায় চীনের মুদ্রাও প্রচলিত। পর্যবেক্ষকরা বলেন, বিদ্রোহীদের ইন্ধন দেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অবদান উড়িয়ে দেওয়া যায় না।