কেজরিওয়ালকে ফোনে মোদির অভিনন্দন

দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল আসন পেয়ে আম আদমি পার্টি (এএপি) জয়ী হওয়ায় দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির খবরে বলা হয়, আজ মঙ্গলবার সকালে টেলিফোনে কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান মোদি। এক টুইটারবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ওই টুইটে তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি। তাঁকে অভিনন্দন জানিয়েছি। তাঁকে নিশ্চিত করেছি, দিল্লির উন্নয়নে তিনি কেন্দ্রীয় সরকারের পুরোপুরি সমর্থন পাবেন।’
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল খুব শিগগির একত্রে বসে চা পান করবেন।
২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভারতের উত্তর প্রদেশের বারানসি সংসদীয় আসনে মোদির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেজরিওয়াল। ওই সময় বিপুল ভোটে পরাজিত হন কেজরিওয়াল। এর বছর না ঘুরতেই মোদির দল বিজেপির ভরাডুবি হলো দিল্লি নির্বাচনে।