পাইলট কথা বললেন ‘ট্রাম্প-হিলারিকে নিয়ে’, পালালেন বিমানযাত্রীরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়েতে দাঁড়িয়ে ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীবোঝাই একটি বিমান। বিমানের ভেতরে হঠাৎ করে নারী পাইলট শুরু করলেন ট্রাম্প-হিলারি, বিবাহবিচ্ছেদ নিয়ে অসংলগ্ন কথাবার্তা। তাঁর কথায় বিমান ছেড়ে পালালেন যাত্রীরা।
ঘটনা স্থানীয় সময় শনিবারের। র্যানডি রিস নামে ওই বিমানের এক যাত্রীর মুখ থেকে ওই ঘটনার বর্ণনা মিলেছে অনেকটাই।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে র্যানডি জানান, একটি টুপি ও সাধারণ একটি শার্ট পরে হঠাৎ বিমানে ওঠেন এক নারী পাইলট। তারপর ইন্টারকমে বলেন, ‘দুঃখিত, আমার ডিভোর্স হতে যাচ্ছে।’
পাইলটের ওই কথা শুনে সবাই সহানুভূতি জানায়। তবে পরক্ষণেই কথার সুর বদলান তিনি। হঠাৎ তিনি বলেন, ‘আপনারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, নাকি হিলারিকে দিয়েছেন সেটা নিয়ে আমি তোয়াক্কা করি না। তারা দুজনই… (প্রকাশের অযোগ্য)।’
তারপর ওই পাইলট বলেন, ‘এখনই বিমান উড্ডয়ন করবে। তবে ভয় নেই। আমার সহ-পাইলটকে বিমান চালানোর দায়িত্ব দেব। সে একজন পুরুষ।’ তিনি বলেন, ‘বিষয়টা যদি আপনারা নিরাপদ না মনে করেন, তাহলে বিমান থেকে নেমে যেতে পারেন।’
টুইটারে র্যানডি জানান, এর পরপরই বাক্স-প্যাটরা গুছিয়ে নিয়ে বিমানের বাইরে বের হওয়ার দরজার দিকে দৌড়ান তিনি। তাঁর পিছু নেন বিমানের অর্ধেক যাত্রী।
ওই নারী পাইলটকে বিমানযাত্রা থেকে সরিয়ে নেওয়ার কথা জানায় ইউনাইটেড এয়ারলাইন্স।