দাঁত মাজেনি বলে মায়ের লাথি, শিশুর মৃত্যু!

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গেইদার্সবার্গ শহরে মায়ের লাথিতে চার বছর বয়সী এক শিশু মারা গেছে বলে জানা গেছে। নোহেরি আলেকজান্দ্রা মার্টিনেজ হার্নান্দেজ নামে ওই শিশুটির অপরাধ, দাঁত না মাজা।
নোহেরির মা আইরিস হার্নান্দেজ রিভাস (২০) জানিয়েছেন, তাঁর মেয়ে গোসল করতে বাথরুমে গিয়েছিল। ১৫ মিনিট পর তিনি দেখতে পান, আইরিস বাথটবের মধ্যে উপুড় হয়ে পড়ে আছে। তার পরপরই তিনি পুলিশকে বিষয়টি জানান। কিন্তু তখনো তিনি দেরি করে ফেলেছেন এক ঘণ্টা।
এরপর নোহেরিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার গায়ে আঘাতের চিহ্ন দেখতে পান। এ ছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিল সে। অবস্থা সংকটজনক হলে তাকে ওয়াশিংটন ডিসির চিলড্রেনস ন্যাশনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানেই মারা যায় নোহেরি।
পুলিশ জানিয়েছে, নোহেরিকে লাথি মারার বিষয়টি স্বীকার করেছেন তার মা। দাঁত মাজতে না চাওয়ায় তাকে লাথি মারা হয়েছিল। আর লাথির আঘাতে পেছনের দেয়ালে ওপর পড়ে যায় সে।
পুলিশকে আইরিস আরো জানিয়েছেন, কয়েক দিন আগেই নোহেরিকে বেল্ট দিয়ে পিটিয়েছিলেন তিনি। এতে তার গায়ে কালসিটে দাগ পড়ে যায়।
আইরিসের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।