সুপ্রিম কোর্টের জন্য গরসাচকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কলোরাডো অঙ্গরাজ্যের ফেডারেল আপিল কোর্টের বিচারক নিল গরসাচকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে প্রয়াত বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়ার স্থলাভিষিক্ত হবেন ৪৯ বছর বয়সী গরসাচ।
সিনেটে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এরই মধ্যে বলে দিয়েছেন, ট্রাম্পের মনোনীত বিচারপতির বিষয়ে তাঁর ‘মারাত্মক সংশয়’ আছে।
গর্ভপাত থেকে অস্ত্র নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের জন্য গরসাচকে বাছাইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, গরসাচের অসাধারণ বুদ্ধিমত্তা, আইন পাঠে অতুলনীয় যোগ্যতা ও সংবিধান ব্যাখ্যার ক্ষমতা আছে।
‘বিচারক গরসাচের অসাধারণ আইনি দক্ষতা, দীপ্ত মন, অসাধারণ নিয়মানুবর্তিতা আছে এবং তিনি দল-মতের ঊর্ধ্বে উঠেছেন’, যোগ করেন ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের ইস্ট রুমে গরসাচের মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর পরই দেশটির সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ হয়েছে।
মনোনয়নের ঘোষণা শোনার পর গরসাচ বলেন, ‘আমি সম্মানিত ও প্রীত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় সুপ্রিম কোর্টের জন্য ২১ জন সম্ভাব্য ব্যক্তির নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। তাঁদের একজন গরসাচ।