মুসলিম হিসেবে নিবন্ধন করতে চান ‘ইহুদি’ মেডেলিন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট বলেছেন, তিনি মুসলিম হিসেবে নিজেকে নিবন্ধন করাতে তৈরি আছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মুসলমানদের নিবন্ধন করাবে—গণমাধ্যমে এমন আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
বর্ষীয়ান এই কূটনীতিকের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী মায়িম বিয়ালিকও। ইহুদি ধর্মাবলম্বী মায়িম বলেন, ‘এই অমানবিক সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়ে আমরা মুসলমান হিসেবে নিজেদের নাম নিবন্ধন করাতে চাই।’
আর সাবেক কূটনীতিক অলব্রাইট গত বুধবার টুইটে বলেন, ‘আমি বেড়ে উঠেছিলাম ক্যাথলিক হিসেবে, যাজকও হয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম, আমার পরিবার ইহুদি ছিল। এবার আমি মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে মুসলিম হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত।’
নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আমলের বিতর্কিত মুসলিম নিবন্ধন ব্যবস্থা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে অন্য মুসলিমদের নিবন্ধনের ব্যবস্থা রাখার কথা বলা হয়। জঙ্গিবাদ ও সহিংসতা ঠেকাতে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু ওই সময়ে সমালোচনার মুখে সেই প্রচারণা থেকে পিছু হটেছিলেন তিনি।
কিন্তু নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধনের বিষয়টি আবার উঠে আসে। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তাঁর মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে ঢালাওভাবে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে তিনি। গত বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে এ বিষয়ে নিজের মত দেন টিলারসন।
পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত রেক্স টিলারসনকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধনের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি নাকচ না করে দিয়ে বলেন, এ জন্য তাঁর আরো সময় ও তথ্যের প্রয়োজন।
এ ছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসী মুসলমানদের নাম-ঠিকানা নিবন্ধনের বিভিন্ন দিক নিয়ে নানা সময়ে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করছেন তাঁর উপদেষ্টারা। ট্রাম্পের ঘনিষ্ঠ ও কানসাসের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কোবাস জানিয়েছেন, ট্রাম্পের পরামর্শকরা মুসলমানপ্রধান দেশ থেকে আসা অভিবাসীদের যাবতীয় তথ্য নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরির ব্যাপারে আলোচনা করছেন।