পাঁচ ঠেলাগাড়িতে ভরে কর জমা!

যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী আয়কর পরিশোধ করতে ব্যবহার করেছেন পাঁচটি ঠেলাগাড়ি। এসব যান ভর্তি করে মোট তিন হাজার ডলার (দুই লাখ ৩৪ হাজার টাকা) জমা দিয়েছেন কর বিভাগে।
ওই ব্যবসায়ীর নাম নিক স্ট্যাফোর্ড। তাঁর বাড়ি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সেডার বাফ এলাকায়। ভিন্নধর্মী এই কাজ করে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে জনগণের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে চেয়েছেন। তিনি ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলে (ডিএমভি) ওই কর জমা দেন।
স্ট্যাফোর্ড তাঁর প্রতিষ্ঠানের ‘দ্য ব্রিস্টল হেরাল্ড কুরিয়ার’ নামের ওয়েবসাইটে উল্লেখ করেছেন, ওই কয়েনের ওজন ৭২৬ কেজি, যা একটি গাভীর থেকেও বেশি।
ওই কয়েন হিসাবব করতে তাঁর কর্মচারীদের সময় লেগেছে টানা সাত ঘণ্টা। সেই কয়েন হিসাবের কাজ শেষ হয় গত বৃহস্পতিবার সকালে। পাঁচটি ঠেলাগাড়িতে করে ওই কয়েন জমা দিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৪০০ ডলার (৩১ হাজার ২০০ টাকা)।
স্ট্যাফোর্ড জানান, তিনি এটার মাধ্যমে একটি প্রতিবাদ করতে চেয়েছেন। কারণ, সংশ্লিষ্ট দপ্তর জনগণের চাহিদার ব্যাপারে আরো সহানুভূতিশীল হোক, তিনি এটাই চান।