বরযাত্রী বারাক ওবামা

আর মাত্র আটদিন। তারপর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের দায়িত্বভার ছেড়ে নির্ভার জীবন কাটাতে শুরু করবেন বারাক ওবামা। সেসময় তিনি চাইলে বেসবল খেলবেন, স্পাইডার ম্যানের কমিক পড়বেন কিংবা অন্য কোনোভাবে অলস সময় কাটাবেন।
অবশ্য ক্ষমতার পালাবদলের কয়েকদিন বাকি থাকতেই বেশ সুন্দর সময় কাটাতে দেখা গেছে মার্কিন এই প্রেসিডেন্টকে। নিজের বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে সম্প্রতি তিনি ঘুরে এসেছেন ফ্লোরিডা থেকে। আর সেখানে তিনি গিয়েছিলেন দীর্ঘদিনের এক সহকর্মীর বিয়ের উৎসবে বরযাত্রী হিসেবে যোগ দিতে।
যার বিয়েতে যাওয়ার জন্য ব্যস্ত জীবনেও সময় বের করেছেন বারাক ওবামা তিনি হলেন, মারভিন নিকোলসন। হোয়াইট হাউসের সফর বিষয়ক পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি। গত শনিবার জ্যাকসনভভিলে কনে হেলেন পাজকিককে বিয়ে করেন মারভিন।
বিয়ের অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসে বারাক ওবামাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষেই ওবামা ছুটে যান মারভিনের বিয়ের অনুষ্ঠানে। ফার্স্ট লেডি মিশেল ওবামা স্বামীর সঙ্গে না গেলেও বিয়েতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মারভিন নিকোলসনের স্ত্রী হেলেন পাজকিক ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচারণার কাজে যুক্ত ছিলেন। তিনি ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের তহবিল সংগ্রহকারী স্টিভ পাজকিকের মেয়ে।