যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের কর্মকর্তার পদত্যাগ

নিয়োগের দুদিনের মাথায়ই পদত্যাগ করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ কর্মকর্তা জেসন মিলার। এর কারণ হিসেবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সময় দেওয়ার কথা বলেছেন মিলার। তবে ট্রাম্পেরই এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির গুরুতর অভিযোগ এনেছেন।
গত বৃহস্পতিবার ট্রাম্পের যোগাযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জেসন মিলার। নির্বাচনে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে থাকা এই কর্মকর্তার প্রেসিডেন্টের সঙ্গেই হোয়াইট হাউসে যাওয়ার কথা ছিল। তবে পদত্যাগ করে এর কারণ হিসেবে মিলার বলেছেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আগামী মাসেই তাঁদের সন্তান হতে পারে। এজন্য তিনি পরিবারকে সময় দিতে চাচ্ছেন।
তবে জেসন মিলারের সহজ ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্পেরই জ্যেষ্ঠ নারী কর্মকর্তা এ জে দেলগাদো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কয়েকটি বার্তায় মিলারের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির গুরুতর অভিযোগ তুলেছেন। সোজাসুজি কোনো অভিযোগ না করলেও বার্তাগুলো আসলে এমনটিই নির্দেশ করে। পরে অবশ্য বার্তা ও অ্যাকউন্ট দুটিই মুছে ফেলেন এ জে দেলগাদো।
জেসন মিলার ও এ জে দেলগাদো নিয়ে অবশ্য বিতর্কের শুরু হয়েছে চলতি বছরের শুরুতেই। প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কের চূড়ান্ত পর্বের আগের দিন দুজন একসঙ্গে লাসভেগাসের একটি স্ট্রিপ ক্লাবে যান। অবশ্য উপযোগাযোগ কর্মকর্তা জেসিকা দিতোও তাঁদের সঙ্গে ছিলেন।