ইলেক্টোরাল কলেজ ভোট স্থগিত চান বেশির ভাগ মার্কিনি!

যুক্তরাষ্ট্রের মানুষ নিজেদের কাজ করেছে। এবার ইলেকটর বা নির্বাচকদের পালা। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচকরা এবার ভোট দিবেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারিকে। আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে ওই আয়োজন। কিন্তু মার্কিন মুল্লুকের বেশির ভাগ মানুষই চাইছেন স্থগিত করা হোক ভোট গ্রহণ!
সবকিছু ঠিক থাকলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পেরই জয় নিশ্চিত। নির্বাচকরা প্রথা অনুযায়ী ভোট দিলে ট্রাম্প পাচ্ছেন ৩০৬ ভোট। অন্যদিকে ডেমোক্র্যোট প্রার্থী হিলারি পাচ্ছেন ২৩২টি ভোট। নির্বাচনের জয়ের জন্য ২৭০টি ভোট হলেই হয়।
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, আভাজ নামে একটি সংস্থার জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ মানুষ মনে করে নির্বাচকদের ভোট প্রক্রিয়া স্থগিত রাখা উচিত। তাঁদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে যুক্তরাষ্ট্রে নাক ঢুকিয়েছে রাশিয়া।
এদিকে ৪৬ শতাংশ মানুষ ‘ফেইথলেস ইলেকটরস’দের সমর্থন করবে বলে জানিয়েছে। যেসব নির্বাচক নিজের দলের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোটদানে বিরত থাকে বা অন্য প্রার্থীকে ভোট দেয় তাদের বলা হয় ফেইথলেস ইলেকটরস।
এমনকি অনেকে নির্বাচকদের কাছে আবেদনও জানাচ্ছেন যেন তাঁরা ট্রাম্পকে ভোট না দেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ঘুঁটি করছে, বিষয়টি মানছে না রাশিয়া। বরং এ বিষয়ে জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। তবে রাশিয়ার পক্ষ থেকে এটা জানানো হয়, হিলারির চেয়ে ট্রাম্পই রাশিয়ার প্রতি বেশি সহানুভূতিশীল।
এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভায় রেক্স টিলেরসনকে নিয়োগ দিবেন বলে জানিয়েছেন। রেক্সের সঙ্গে রাশিয়ার আছে ঘনিষ্ঠ সম্পর্ক।