বিমানে হাঁচি দেওয়ায় লঙ্কাকাণ্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। ভাইরাসটি চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বব্যাপী খবরের আড়ালে গুজব ও বিচিত্র ঘটনার খবরও ছড়াচ্ছে সমান তালে। এমনই একটি বিচিত্র ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে।
সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আতঙ্কে গন্তব্যস্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান।
বিমানটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য থেকে নিউ জার্সিতে যাচ্ছিল। আর যাত্রাপথে হাঁচি দেয় এক যাত্রী। এতেই আতঙ্ক তৈরি হয় বিমানজুড়ে। সবার ধারণা ওই যাত্রী করোনাতে আক্রান্ত।
আর প্রাণঘাতী করোনার ঝুঁকি এড়াতে বিমানের বাকি সবার অনুরোধে ঘুরে যায় বিমানের পথ। শেষ পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়। এলার্জিজনিত সমস্যার কারণেই যাত্রাপথে তার হাঁচি হয়েছে। আর এ থেকেই বিমানজুড়ে তৈরি হয় আতঙ্ক।