ক্ষুব্ধ গ্রামবাসী হাতির নাম দিল ‘লাদেন’

সম্প্রতি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার একটি গ্রামে এক বন্য হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই হাতিটিকে ‘লাদেন’ নামে ডাকতে শুরু করেছে গ্রামবাসী। হাতিটির উগ্র আচরণের কারণে জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের নামে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী।
এরই মধ্যে গতকাল শুক্রবার ‘লাদেন’কে নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে রাজ্যের বন কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাজেন রাভা নামে ওই গ্রামের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত মঙ্গলবার ওই হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। এর পরই তার নাম ‘লাদেন’ দেওয়া হয়।
গোয়ালপাড়া জেলার এক বাসিন্দা বলেন, “এর আগেও ‘লাদেন’ আমাদের গ্রামে আক্রমণ চালিয়েছে এবং তার আক্রমণে মানুষও মারা গেছে। এ ছাড়া অনেক ধানক্ষেতও নষ্ট করেছে সে।” তিনি জানান, ওই হাতিটি একাই ছিল। নিরাপদ দূরত্ব থেকে ড্রোন ব্যবহার করে তার গতিবিধি লক্ষ করার চেষ্টা করছেন বন কর্মকর্তারা।
আসামের বনবিষয়কমন্ত্রী পরিমল শুক্লা বৈদ্য জানিয়েছেন, বন বিশেষজ্ঞসহ আটজনের একটি কমিটি করণীয় বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে। হাতিটির কল্যাণ ও গ্রামবাসীর সুরক্ষা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘কীভাবে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। হাতিটিকে শান্ত করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে মনে হচ্ছে, যেখানে আশপাশে কোনো মানুষের বসতি নেই।’
গত জুনে প্রকাশ করা সরকারি সূত্রমতে, গত পাঁচ বছরে ভারতে হাতির পদদলিত হয়েছেন অন্তত দুই হাজার ৩০০ মানুষ। এ ছাড়া ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ৭০০ হাতিকে হত্যা করা হয়েছে।