করোনাজনিত জটিলতায় প্রাণ গেল ব্রিটিশ অভিনেত্রীর

করোনা আবারও হানা দিয়েছে চলচ্চিত্র অঙ্গনে। এই দফায় করোনাজনিত জটিলতায় মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। ‘উইচফাইন্ডার জেনারেল’ নামের ভৌতিক ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, হিলারির মৃত্যুর খবরটি তাঁর ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া হাগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ‘অ্যান অফুলি বিগ অ্যাডভেঞ্চার’, ও ১৯৯৭ সালে মুক্তি পাওয়া গ্যারি ওল্ডম্যানের ‘নিল বাই মাউথ’ ছবিতে অর্থলগ্নি করেন তিনি।
যুক্তরাজ্যের লিভারপুলে জন্ম নেওয়া এই অভিনেত্রীর ১৯৬৮ সালে মাইকেল রিভস পরিচালিত ভৌতিক ছবি ‘উইচফাইন্ডার জেনারেল’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে।