‘আমার পোশাকটা কি খুব খারাপ?’, মমতার প্রশ্ন
‘দেখুন তো, চিনতে পারেন কি না, আমার পোশাকটা কী? পারছেন চিনতে? এটা কি খুব খারাপ পোশাক? না এটা ঘৃণ্য পোশাক?’ পোশাক বিতর্কে এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি এনআরসির প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হ্যাঁ বন্ধু, আমি একটা পোশাক পরে আছি। দেখুন তো, চিনতে পারেন কি না, আমার পোশাকটা কী? পারছেন চিনতে? আমার পোশাকটা চিনতে পারছেন? কী পোশাক? চিনতে পারছেন? এটা কি খুব খারাপ পোশাক? না এটা ঘৃণ্য পোশাক?’
পশ্চিমবঙ্গের যাদবপুরে মিছিল শুরুর আগে মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মমতা। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনয়শিল্পী সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
বক্তব্যের একপর্যায়ে মঞ্চে উপস্থিতদের দেখিয়ে মমতা বলেন, ‘আমার বোনটি আরেকটি পোশাক পরে আছে, পোশাকটি কি খারাপ? গৌতম ঘোষ আরেকটি পোশাক পরে আছে, ভালো না খারাপ? মানসবাবু আরেকটি পোশাক পরে আছেন, ভালো না খারাপ? সোহম আরেকটা পোশাক পরে আছে, ভালো না খারাপ? নাকি মাথায় টুপি দেখলেই মনে হয়, ওরাই একটা পোশাক পরে, আর কেউ পরে না?’
মমতা প্রশ্ন করেন, ‘পাঞ্জাবি ভাইরা কি মাথায় পাগড়ি পরে না? খ্রিস্টান ভাইবোনেরা বিশপ থেকে শুরু করে হোয়াইট পোশাক পরি না? পোশাক যার যার নিজের মতো। খাবার যার যার নিজের মতো।’
এ সময় মমতা কটাক্ষ করে বলেন, ‘কবে তো আমায় বলবে, তুমি সাদা হাওয়াই জুতা পরছ কেন, তোমাকে একটা গেরুয়া চটি বানিয়ে দিচ্ছি, ওটা পরো। এ তো মহামুশকিল ভাই। পোশাক দেখে নাকি রাজনীতির আন্দোলন চেনা যায়, আমি তো ভাই কখনো ভাবি নাই।’
নাগরিকত্ব সংশোধনী আইন—সিএএ ঘিরে বিক্ষোভে যখন উত্তাল ভারতের একাধিক রাজ্য, সে প্রেক্ষাপটে গত রোববার ঝাড়খন্ডের দুমকায় নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন।’ মোদির এই মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঢেউ ওঠে।
গত সোমবার সিএএর প্রতিবাদে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবারও পথে নেমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে দুষে মমতা বলেন, ‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। সংখ্যার জোরে আইনে পরিণত হলে হবে না। সংবিধান মানা হয়নি। মানুষের সমর্থন না হলে আইন কার্যকর হয় না। সংসদে কবে বিল পাস হবে, তা জানানো হয়নি। দুপুরে বিল এনে মধ্যরাতে পাস। গায়ের জোরে সবকিছু হয় না। নাগরিকত্ব সংশোধনী আইন—এনআরসির বিরুদ্ধে এ আন্দোলন জয়লাভ করবেই।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
গত সোমবারের মতো গতকাল মঙ্গলবারও শপথ পাঠ করিয়ে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে মমতা বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন।’