মাইক্রোসফট মালয়েশিয়ায় যোগ দিলেন আসিফ

বাংলাদেশের প্রযুক্তিবিদ মোহাম্মদ আসিফ সম্প্রতি মাইক্রোসফটের মালয়েশিয়া কান্ট্রি অফিসে পার্টনার এলায়েন্স লিড, এন্টারপ্রাইজ অ্যান্ড পার্টনার গ্রুপ পদে যোগ দিয়েছেন। মালয়েশিয়ার বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে মাইক্রোসফটের আন্তর্জাতিক ও স্থানীয় শীর্ষ পার্টনারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তিনি আইটি সলিউশনস নিয়ে কাজ করবেন।
এর আগে মোহাম্মদ আসিফ মাইক্রোসফটের বাংলাদেশ অফিসে এন্টারপ্রাইজ অ্যান্ড পার্টনার গ্রুপের পরিচালকসহ বিভিন্ন পদে আট বছরের বেশি সময় কাজ করেন। বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বিশেষত ব্যাংক ও মোবাইল কোম্পানিগুলোতে মাইক্রোসফটের সফটওয়্যার, সলিউশন ও সার্ভিস ব্যবহার এবং প্রয়োগের ক্ষেত্রে সফলতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। মাইক্রোসফটের আগে তিনি বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারসে বিভিন্ন পদে দীর্ঘদিন কাজ করেছেন।
আইটি সলিউশন ও সার্ভিস, আইটি পণ্য বাজারজাতকরণ ও ব্যবস্থাপনা, সফটওয়্যার লাইসেন্সিং, আইটি ব্যবসার কৌশলগত পরিকল্পনা ও উন্নয়ন, আইটি প্রোজেক্ট, প্রোগ্রাম ও পার্টনার ব্যবস্থাপনা, টিম ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে মোহাম্মদ আসিফ দক্ষ ও অভিজ্ঞ।
ছাত্রাবস্থা থেকেই আইটির সঙ্গে জড়িত আসিফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। কর্মক্ষেত্রে সফলতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মাইক্রোসফট থেকে গোল্ড স্টার, শেয়ার ফাইটার এক্সেলারেটর ও বেস্ট পারফরমার ইন কমিউনিকেশন্স সেক্টর অ্যাওয়ার্ড এবং ড্যাফোডিল কম্পিউটারস থেকে দুবার বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।