মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল — কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর কেবল মোবাইল নেটওয়ার্কের (2G/3G/4G/5G) ওপর নির্ভর না করে সরাসরি ওয়াই-ফাই ব্যবহার করে সাধারণ ভয়েস কল করতে পারবেন।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি আমাদের টেলিযোগাযোগ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
কীভাবে কাজ করে VoWiFi?
ফয়েজ আহমদ তৈয়্যব জানান,
মোবাইল ফোনে যখন VoWiFi চালু থাকে এবং ডিভাইসটি ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়, তখন ফোন একটি বিশেষ পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA authentication request) পাঠায়।
এই তথ্য মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায় একটি গেটওয়ে (ePDG)-এর মাধ্যমে।
এরপর অপারেটরের AAA সার্ভার গ্রাহকের তথ্যভাণ্ডার HLR/HSS-এর সঙ্গে মিলিয়ে সিমের বৈধতা যাচাই করে।
যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্ক (IMS)-এর মধ্যে নিরাপদ IPSec টানেল তৈরি হয়।
ফলে ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও কার্যত তিনি অপারেটরের নিজস্ব নেটওয়ার্কেই সংযুক্ত থাকেন।
VoWiFi-এর সুবিধা
ভালো ইনডোর কাভারেজ: বেজমেন্ট, উঁচু ভবন বা গ্রামীণ এলাকায় যেখানে সিগন্যাল দুর্বল, সেখানে কার্যকর।
নেটওয়ার্ক চাপ কমায়: টাওয়ার থেকে ভয়েস ট্রাফিক অফলোড হয়, সেবার মান উন্নত হয়।
উন্নত কল কোয়ালিটি: স্পষ্ট এইচডি ভয়েস, কম কল ড্রপ।
খরচ সাশ্রয়ী: বিশেষত আন্তর্জাতিক রোমিংয়ের সময় স্থানীয় রেটে কল করা সম্ভব।
সরকারের পরিকল্পনা
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আগস্টের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নীতি প্রণয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে। সরকারের লক্ষ্য, দ্রুত সব মোবাইল অপারেটরের মাধ্যমে সারাদেশে এই সেবা চালু করা।