অ্যানড্রয়েড নুগাট অপারেটিংয়ে চালিত প্রথম ফোন এলজি ভি২০

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। আর এই অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড ৭.০ নুগাট। নতুন এই সংস্করণটির জন্য এখন অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।
কোন স্মার্টফোনে প্রথম আসবে এই সংস্করণ? নানা রকম গুজব শোনা গেলেও এবার গুগলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এলজি ভি২০ স্মার্টফোনেই থাকবে অ্যানড্রয়েড নুগাট। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট।
আগামী ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এবং ৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় এলজি ভি২০ স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে বলে এলজির পক্ষ থেকে জানানো হয়েছে।
এলজি ভি২০ স্মার্টফোনে থাকবে ৩২-বিট হাই-ফাই কোয়াড ডিএসি (ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার)। গান শোনা, ছবি দেখা বা কথা বলার ক্ষেত্রে এটা হবে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা।
এলজি জি৫ মডেলের মতো ভি২০ মডেলেও থাকতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা। ক্যামেরায় থাকতে পারে সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
ফোনবিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা জানিয়েছে, এলজি ভি২০ স্মার্টফোনে থাকতে পারে ৫ দশমিক ৭ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভি টাচস্ক্রিন। ১৪৪০ X ২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের এই স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৫১৫ পিপিআই। স্ক্রিনের সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গরিলা গ্লাস ৪।
অ্যানড্রয়েড নুগাট অপারেটিংয়ের সঙ্গে থাকতে পারে কোয়ালকম এমএসএম৮৯৯৬ স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ও আদ্রেনো ৫৩০ জিপিইউ। ৪ জিবি র্যাম ও ৩২ বা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি আলাদা সংস্করণে ছাড়া হতে পারে ফোনটি।
ফোনটিতে ২০ মেগাপিক্সেলের রিয়ার আর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। রিয়ার ক্যামেরায় থাকতে পারে লেজার অটোফোকাস, ওআইএস ও এলইডি ফ্ল্যাশ। ৪০০০ এমএএইচের ব্যাটারি থাকবে সেটটিতে, আরো থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।