গ্যালাক্সি নোট ৭-এর জন্য আগাম অর্ডার

অবশেষে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট গ্যালাক্সি নোট ৭ উন্মুক্ত করা হয়েছে। আজ থেকে আগাম অর্ডার নেওয়া শুরু হয়েছে এই ফ্ল্যাশশিপের জন্য। আগামী ১৯ আগস্ট বাজারে ছাড়া হবে ফোনটি। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে ফ্ল্যাগশিপটি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফ্ল্যাগশিপে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। তবে উত্তর আমেরিকা, চীন, জাপান ও অন্য দেশগুলোতে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৪ জিবি র্যাম। থাকছে স্যামসাংয়ের কুইক চার্জিং প্রযুক্তি।
রিয়ার ক্যামেরা রয়েছে ১২ মেগাপিক্সেলের, সঙ্গে আছে এফ/১.৭ লেন্স এবং এস৭ সিরিজের অপ্টিক্যাল স্ট্যাবিলাইজেশন। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে রয়েছে আলাদা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ অবশ্য ছিল না। ব্যাটারি রয়েছে ৩৫০০ এমএএইচের।
নোট ৭ ফ্যাবলেটে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির কোয়াড এইচডি (২৫৬০x১৪৪০ পিক্সেল) রেজ্যুলেশনের ডুয়েল-কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে। গ্যালাক্সি নোট সিরিজের এটাই প্রথম ডুয়েল কার্ভড ডিসপ্লে সমৃদ্ধ ফোন। এ ছাড়া আছে ইউএসবি টাইপ-সি চার্জিং।
নিরাপত্তার জন্য রয়েছে আইরিস ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এ ছাড়া স্যামসাংয়ের এস পেন তো থাকছেই। এস পেনের জন্য দেওয়া হয়েছে নতুন কিছু অ্যাপস ও সফটওয়্যার।
নোট ৭ চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। তবে অ্যানড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাট বাজারে আসলে সেটাতে আপগ্রেড করে নেওয়ার সুযোগ থাকছে।
কালো, রুপালি ও নীল এই তিন রঙে পাওয়া যাবে গ্যালাক্সি নোট ৭।