ইউরোপোল প্রধান
ইউরোপের জন্য হুমকি সাইবার ক্রাইম

ইউরোপের নিরাপত্তার জন্য এখন এক নম্বর হুমকি সাইবার ক্রাইম। এ কথা জানিয়েছেন খোদ ইউরোপোলের প্রধান রব ওয়াইনরাইট। ইন্টারপোলের আদলে ইউরোপের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছিল ইউরোপোল।
গত শুক্রবার , নেদারল্যান্ডের হেগ শহরে দুই দিনব্যাপী গ্লোবাল কনফারেন্স অন সাইবারস্পেস নামের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউরোপের নিরাপত্তার বিষয়ে বলতে গিয়ে ওয়াইনরাইট বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সাইবার সন্ত্রাসের ক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত। সন্ত্রাসবাদের পাশাপাশি এখন এটাই আমাদের প্রথম চিন্তার বিষয়। এটা এখন বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে এবং একে মোকাবিলা করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সাইবার অপরাধীরা অনেক বেশি এগিয়ে রয়েছে আমাদের তুলনায়।’
ইন্টারনেটের স্বাধীনতা, সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে ওই সম্মেলনে আলোচনা করা হয়। সম্মেলনে ১০০ দেশের দেড় হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি অংশ নেন। অতিথিদের মধ্যে ছিলেন মাইক্রোসফট, ফেসবুক, সিসকোসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।
তথ্য নিরাপত্তা এবং হ্যাকিং থেকে বাঁচতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সম্মেলনে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। গত বছর সনি পিকচার্সে হ্যাকিংয়ের ঘটনা নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।
সম্মেলনে ইউরোপ, বিশ্বের সাইবার নিরাপত্তা রক্ষার্থে ৪২টি দেশ এবং আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে একটি ফোরাম গঠন করা হয়েছে। নেদারল্যান্ডসে এই ফোরামের সদর দপ্তর স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের মতো আঞ্চলিক সংগঠনগুলোও এর সদস্য। আগামী কয়েক মাসের মধ্যে ফোরামটির বিস্তারিত কার্যক্রম এবং নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্স।