স্মার্টফোনে ৯০০০ এমএইচ-এর ব্যাটারি!

স্মার্টফোন ব্যবহারকারীদের মূল চিন্তাই থাকে ব্যাটারির চার্জ নিয়ে। ফেসবুক, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং, টেক্সট-কল সব মিলিয়ে স্মার্টফোন ব্যস্ত থাকে ২৪ ঘণ্টাই। তাই দরকার ভালো ব্যাটারি ব্যাকআপ। বাংলাদেশে এখন ২০০০ থেকে ৫০০০ এমএইচের ব্যাটারির স্মার্টফোন পাওয়া যায়।
তবে যেভাবে স্মার্টফোন নতুন নতুন সব ফিচার বাড়ছে, তাতে ব্যাটারি সক্ষমতা বাড়ানোরও প্রস্তাব বাড়ছে। সে কথা মাথায় রেখেই স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ম্যাকুক্স নিয়ে এসেছে ৯০০০ এমএএইচের ব্যাটারি।
এটাই এখন পৃথিবীর সর্বোচ্চ ধারণক্ষমতার ব্যাটারি। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক চীনা ওয়েবসাইট গিজমোচায়না ডটকম।
ম্যাকুক্স ইএক্স ১ মডেলের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি। এ ছাড়া সেটটিতে রয়েছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে। সেটটি মাত্র ১৪ মিলিমিটার পাতলা। এটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
এতে রয়েছে কোয়াড কোর প্রসেসর এবং ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আরো আছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।