নতুন দুটি স্মার্টফোন আনল সিম্ফনি

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এসেছে সিম্ফোনি। নতুন এই স্মার্টফোন দুটির মডেল এইচ ৬০ এবং এইচ ১২০। বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে সিম্ফোনির নতুন সেট দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিম্ফোনির হেড অব মার্কেটিং আশরাফুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জাহিদুল ইসলাম, ন্যাশনাল সেলস ম্যানেজার (মোবাইল সেলস) এম এ হানিফ এবং হেড অব কাস্টমার সার্ভিস এস এম মোর্শেদ-উজ-জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার (মোবাইল সেলস) এম এ হানিফ বলেন, ‘সিম্ফোনির যাত্রা শুরু হয় ২০০৮ সালে এবং মাত্র তিন বছরের মধ্যে ২০১১ সালে বাংলাদেশে মোবাইল বিক্রিতে শীর্ষ অবস্থানে চলে আসে সিম্ফোনি। নতুন প্রজন্মের পছন্দ এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে স্মার্টফোন বাজারে আনে সিম্ফোনি। আমাদের নতুন দুটি সেটও তরুণ প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।’
সিম্ফোনি এইচ ৬০ স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। এটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটটিতে। ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে এইচডিআর, ফেস বিউটি, প্যানোরমা, ভয়েস শট, স্মাইল শট এবং মাল্টি অ্যাঙ্গেল ভিউ।
সেটটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। চার্জ ধরে রাখার জন্য সেটটিতে রয়েছে ২৩০০ এমএএইচ লি-পলি ব্যাটারি। সেটটির দাম সাত হাজার ৯৯০ টাকা।
সিম্ফোনি এইচ ১২০ স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও সেল সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ওভি সেন্সর।
সেটটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। দীর্ঘসময় চার্জ ধরে রাখার জন্য সেটটিতে রয়েছে ৩২০০ এমএএইচ লি-পলি ব্যাটারি।
সেটটিতে রয়েছে মাল্টি জেশ্চার সেটিংস যার মাধ্যমে একই সঙ্গে কয়েকটি অ্যাপ্লিকেশন চালাতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি ফোনের ডিসপ্লে বন্ধ থাকলেও অ্যাপ্লিকেশনগুলো চালু থাকবে। এতে কম চার্জ খরচ করে শেয়ারিং বা অন্যান্য অ্যাপগুলো স্বচ্ছন্দে চালাতে পারবেন ব্যবহারকারীরা। সেটটির দাম রাখা হয়েছে আট হাজার ৩৯০ টাকা।