বড় স্ক্রিনের ‘আইফোন ক্লোন’ আনল এইচটিসি

এইচটিসির এ-৯ হ্যান্ডসেটের কথা নিশ্চয়ই শুনেছেন। আইফোন ৬ এস আর ৬ প্লাস মুক্তি দেওয়ার কিছুদিন পর ‘রূপে-গুণে’ রীতিমতো একটি ‘আইফোন’ বানিয়েছে তাইওয়ানের টেক জায়ান্ট এইচটিসি। তবে এই সেটের ৫ ইঞ্চি স্ক্রিন যদি আপনার কাছে ছোট মনে হয় তবে তারও সমাধান মিলবে এবার।
চীনের টেলিকম রেগুলেটর ‘টেনা’ জানাল, আইফোন ৬ প্লাসের মতো ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে এবার বাজারে আসছে এইচটিসি এক্স ৯। এ সংবাদ জানা গেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে।
এক্স ৯ ফোনটিকে বলা হচ্ছে এ-৯ এর বড় স্ক্রিন ভার্সন। কারণ এটি দেখতে প্রায় এ-৯-এর মতোই, যেটি এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে আইফোন ৬-এর ক্লোন হিসেবে। তবে এখানেই শেষ নয়, এক্স-৯-এর সঙ্গে মিল রয়েছে আরেক ফ্ল্যাগশিপ নেক্সাস ৬পি-এর সঙ্গেও। উভয় সেটেরই ওপরে ক্যামেরা বারে রয়েছে গ্লাস কভার।
এইচটিসি এক্স-৯-এর কয়েকটি ছবির পাশাপাশি টেনা সেটটির বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। সেটটিকে শক্তি জোগাবে ২.২ গিগাহার্টজ কোয়াড-কোর চিপ এবং ২ গিগাবাইটের র্যাম। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এ ছাড়া এই সেটের হাত ধরে ফিরে আসছে এইচটিসির বুমসাউন্ড স্টেরিও স্পিকার্স, যেটি ছিল না পূর্বসূরি এ-৯-এ। সেটটি অ্যানড্রয়েড ৬.০ মার্শাম্যালো অপারেটিং সিস্টেমে চললেও নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনো এই সেটের ব্যাপারে কোনো ঘোষণা আসেনি এইচটিসির পক্ষ থেকে। তাই ধারণা করা হচ্ছে চীনের বাইরে বিশ্ববাজারে এক্স-৯ সেটটি আবির্ভূত হতে পারে নতুন নাম এবং পরিবর্তিত স্পেসিফিকেশন নিয়ে।