৩ জিবি র্যামের স্মার্টফোন নিয়ে আসছে হুয়াওয়ে

ব্যবহারকারীদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে চাইছে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। আর সে কারণেই স্মার্টফোন প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে তারা। সাম্প্রতিক বছরগুলোতে বেশ জনপ্রিয় হয়েছে হুয়াওয়ে স্মার্টফোন। এরই ধারাবাহিকতায় দ্রুত কাজ করার জন্য শক্তিশালী র্যাম নিয়ে কাজ করছে হুয়াওয়ে।
চীনের বাজারে ছাড়া হয়েছে হুয়াওয়ের নতুন স্মার্টফোন অনার ৫ এক্স। এটি পরিচিত অনার গ্লোরি প্লে ৫ এক্স নামে। ২ জিবি এবং ৩ জিবি দুই সংস্করণে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। এর দাম রাখা হয়েছে ৯৯৯ চীনা ইয়েন। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ হাজার টাকার মতো।
র্যামের মতো ডুয়েল সিম এবং সিঙ্গেল সিম দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এতে রয়েছে ডুয়েল ফোরজি স্ট্যান্ডবাই সাপোর্ট। এটি চলবে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৬৪-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ এসওসি (ফোর করটেক্স-এ৫৩ কোরস অ্যাট ১.৭ গিগাহার্জ + ফোর করটেক্স-এ ৫৩ কোরস অ্যাট ১.২ গিগাহার্জ)। আরো আছে আদের্নো ৪০৫ জিপিইউ।
স্মার্টফোনটিতে রয়েছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে মেমোরি। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপার্চার, ২৮ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫পি লেন্স এবং ব্লু গ্লাস আইআর ফিল্টার। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের। এতে রয়েছে এফ/২.২ অ্যাপার্চার, ২২ মিলিমিটার ওয়াইড-অ্যাঙ্গেল, চারটি লেন্স লেন্স, ব্লু গ্লাস ফিল্টার এবং ৮৮ ডিগ্রি শুটিং রেঞ্জ।
এতে রয়েছে ৩০০০ এমএএইচের ব্যাটারি। নিয়মিত ব্যবহারে এই ব্যাটারি টানা একদিন নিরবচ্ছিন্ন সেবা দেবে ব্যবহারকারীদের। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে কুইক চার্জ ৩.০ যার মাধ্যমে মাত্র আধা ঘণ্টায় ৫০ শতাংশ চার্জ হবে।
স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ব্যবহার করা হয়েছে ‘ফিঙ্গারপ্রিন্ট ২.০’ প্রযুক্তি। বলা হচ্ছে, এই প্রযুক্তির মাধ্যমে মাত্র ০.৫ সেকেন্ডে স্ক্রিন লক খুলতে পারবেন ব্যবহারকারীরা।
কানেকটিভিটির জন্য সেটটিতে রয়েছে ব্লুটুথ ৪.১, ইউএসবি ২.০, জিপিএস, এ-জিপিএস, ওয়াই-ফাই ৮০২.১১বি/জি/এন এবং ফোরজি এলটিই (এফডিডি এবং টিডিডি)।
সোনালি ও রুপালি এবং দুই রঙে ছাড়া হয়েছে স্মার্টফোনটি।