ডুয়েল ফ্রন্ট ক্যামেরা নিয়ে এলজি-ভি ১০

বাজারে এল এলজির ভি সিরিজের প্রথম স্মার্টফোন ভি ১০। এই ফোনের সাথে নতুন বেশ কিছু প্রযুক্তিও নিয়ে এসেছে এলজি। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হয়েছে ভি ১০। এরপর একে একে এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। একই সাথে ‘এলজি ওয়াচ আর্বানে সেকেন্ড এডিশন’ নামের একটি স্মার্টওয়াচও বাজারে ছেড়েছে। আর এ খবর জানিয়েছে এনডিটিভি।
এলজি-ভি ১০ মডেলে রয়েছে দুটি স্ক্রিন। ৫.৭ ইঞ্চি কিউএইচডি (১৪৪০ x ২৫৬০ পিক্সেল) আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে। এর ওপরেই ইনসেটে রয়েছে আরেকটি ছোট স্ক্রিন। দ্বিতীয় স্ক্রিনটিকে এলজি বলছে ‘অলওয়েজ অন’, অর্থাৎ সবসময়ই এটি সচল থাকবে। আর এই স্ক্রিনে থাকবে বিভিন্ন আইকন যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যেমন, আবহাওয়ার খবর, কললিস্ট, ম্যাসেজ, সময় এবং দিন জানতে পারবেন ব্যবহারকারীরা। প্রয়োজনে ডিসপ্লেতে কাজের অ্যাপগুলো ক্রমানুসারে সাজিয়ে রাখা যাবে।
শুধু স্ক্রিনই নয় ফ্রন্ট ক্যামেরাতেও ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এলজি ভি ১০ স্মার্টফোনটিতে। অর্থাৎ ফোনটির সামনে থাকছে দুটি আলাদা ক্যামেরা এবং আলাদা লেন্স। যা দিয়ে ৮০ এবং ১২০ ডিগ্রি কোণে সেলফি তোলা যাবে।
ভিডিও রেকর্ডিংয়ের জন্য ম্যানুয়াল মোড যোগ করা হয়েছে ফোনটিতে। তিনটি রেজ্যুলেশনে ভিডিও ধারণ করা যাবে ভি ১০ স্মার্টফোনে। এগুলো হলো এইচডি, এফএইচডি, ইউএইচডি। এ ছাড়া ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে স্টিডি রেকর্ড, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস)।
স্ক্রিনের সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে রয়েছে ডুউরা গার্ড ফ্রেম, যার কারণে যেকোনো আঘাত থেকে স্ক্রিনটি থাকবে সুরক্ষিত। এলজি বলছে স্মার্টফোনের স্ক্রিনটির বডি তৈরি করা হয়েছে এসএই গ্রেড ৩১৬এল স্টেইনলেস স্টিল দিয়ে।