ঢাকায় শুরু হতে যাচ্ছে বিপিও সামিট-২০১৫

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিপিও সামিট-২০১৫। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আসন্ন বিপিও সামিট-২০১৫ আয়োজন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) মধ্যে ৭ সেপ্টেম্বর সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তির অনুষ্ঠান হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করেন বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব হারুনুর রশিদ। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানটি বস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীনসজ অন্য কর্মকর্তারা। বাক্য-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল হক, কোষাধ্যক্ষ তানভীর ইব্রাহিম, পরিচালক মাহাবুব ইলাহী চৌধুরী ও মো. তানজিরুল বাসার, নির্বাহী সমন্বয়কারী আবদুর রহমান শাওন, প্রকল্প সহযোগী সেলিম সরকারসহ অনেকে।