ডুয়েল সিমে নোকিয়া ১০৫

কম দামে বেসিক ফোনের বাজারে নোকিয়াই সেরা। এবার তারা চেষ্টা করছে বেসিক ফোনগুলোতেই ফিচার ফোনে রূপান্তরিত করার। অর্থাৎ কম দামে ফিচার ফোনের বাজারে রাজত্ব করতে চাইছে নোকিয়া। মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকেই নতুন নতুন ফিচার ফোন বাজারে নিয়ে এসেছে নোকিয়া।
নোকিয়া ১০৫ সে রকমই একটি মডেল। সিঙ্গেল সিমের এই ফোনটির দাম এক হাজার ৭০০ টাকা। দুই হাজার টাকার মধ্যে নোকিয়ার বেশ কিছু ডুয়েল সিম ফিচার ফোন থাকার কারণে সিঙ্গেল সিমের এই ফোন পছন্দ হলেও অনেকে ফোনটি কেনেন না।
সারা বিশ্বে নোকিয়া ১০৫ সিঙ্গেল সিমের আট কোটি হ্যান্ডসেট বিক্রি হয়েছে। গত জুন মাসে ডিজাইনে সামান্য পরিবর্তন এনে নোকিয়া ১০৫ ডুয়েল সিমের ঘোষণা দেয় নোকিয়া। এ খবর জানিয়েছে এনডিটিভি।
এবার তাই নোকিয়া ১০৫-এর ডুয়েল সিম সংস্করণ নিয়ে এসেছে মাইক্রোসফট। আর এই সেটের দামটিও থাকবে দুই হাজার টাকার মধ্যে। সাদা, কালো ও নীল তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।
নোকিয়া ১০৫ (২০১৫) মডেলে রয়েছে ৩০টির বেশি ফিচার। এতে রয়েছে ১.৪৫ ইঞ্চি (১২৮ x ১২৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। রয়েছে ৮০০ এমএএইচের ব্যাটারি, যা দীর্ঘদিন চার্জ ধরে রাখবে।
এতে দুই হাজারের মতো কন্টাক্ট রাখা যাবে। রয়েছে স্নেক জেঞ্জিয়া ও বাবল ব্যাশ ২-এর মতো প্রি-ইনস্টলড গেমস। এফএম রেডিও এবং নোকিয়ার বিখ্যাত টর্চলাইটও থাকছে সেটটিতে। এতে ব্যবহার করা যাবে রেগুলার সিমকার্ড।