স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এ-প্লাস

এখনকার সময় বাজারে বড় কোনো কোম্পানির গ্যাজেট আসার ঘোষণা নিয়ে হৈ চৈ লেগে যায় সব জায়গায়। সেইদিক থেকে অনেকটাই ব্যতিক্রম দেখা গেল এবার স্যামসাংকে। কোনো রকম আড়ম্বর ছাড়াই কোরিয়ান এই টেক জায়ান্ট ঘোষণা করল তাদের নতুন গ্যালাক্সি ট্যাবের আগমনী বার্তা। 'গ্যালাক্সি ট্যাব এ প্লাস' নামক মধ্যম সারির এই ট্যাবলেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এতে নতুনভাবে যোগ হওয়া 'এস পেন স্টাইলাস'।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী থার্ড-পার্টি ই-কমার্স সাইটগুলোতে ট্যাবলেটটি পাওয়া যাবে ৩৩৯ ইউরোর বিনিময়ে ।
স্যামসাংয়ের নতুন এই ট্যাবে আছে ৯ দশমিক ৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন, সাথে ১০২৪X৭৬৮ রেজ্যুলেশন। ডিভাইসটি চলবে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ ভিত্তিক টাচউইজ ইউআই সফটওয়্যারে ।
রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ, যেটি মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
গ্যালাক্সি ট্যাব এ প্লাসের রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা আছে ২ মেগাপিক্সেল।
এ ছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪.১, ওয়াই-ফাই, জিপিএস এবং মাইক্রো ইউএসবি ২.০।
তবে সব কিছু ছাপিয়ে অনেক গ্যাজেট পণ্ডিতের মন জয় করেছে এই ট্যাবলেটের জীবনকাল। নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের দাবি ৬ হাজার এমএএইচের শক্তিশালী ব্যাটারি একবার চার্জ দিলে ১৪ ঘণ্টা টানা ব্রাউজিং কিংবা ১৫ ঘণ্টা ভিডিও চালানো সম্ভব ।
স্যামসাংয়ের এই ট্যাবলেট পাওয়া যাবে সাদা এবং কালো- এ দুটি রঙে।
এই গ্যাজেটে সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল এখানে এস পেনের অন্তর্ভুক্তি। কারণ ধারণা করা হতো এস পেন শুধু গ্যালাক্সি নোট কিংবা ট্যাব এসের মতো দামি গ্যাজেটে ব্যবহারের জন্য।
গ্যালাক্সি ট্যাব এ প্লাস প্যাকেজের অংশ হিসেবে স্যামসাং আরো দিচ্ছে নিউইয়র্ক টাইমসে ১২ মাসের ফ্রি সাবসক্রিপশন, প্রতি মাসে একটি ফ্রি কিন্ডেল ই-বুক আর ওয়ানড্রাইভে এক বছরের জন্য ফ্রি ১০০ জিবি স্টোরেজ।