আসছে নতুন স্মার্টফোন স্যামসাং জেড থ্রি

এ বছরের শুরুতেই নিজেদের স্মার্টফোন অপারেটিং সিস্টেম টাইজেনচালিত প্রথম স্মার্টফোন জেড ওয়ান বাজারে ছেড়েছিল স্যামসাং। জেড ওয়ানের সাফল্যের ধারাবাহিকতায় তারা নিয়ে আসছে নতুন স্মার্টফোন জেড থ্রি। এটিও টাইজেন অপারেটিং সিস্টেমেই চলবে।
স্যাম মোবাইল ও জিএসএম এরিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ বছরের শেষ দিকে বাংলাদেশ, ভারত ও নেপালের বাজারে একই সময়ে ছাড়া হবে স্যামসাং জেড থ্রি স্মার্টফোনটি।
জেড ওয়ানের চেয়ে এটি আরো উন্নত সংস্করণ হবে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড কোর স্প্রেডট্রাম এসনি৭৭৩০এস প্রসেসরে চলবে ফোনটি।
পাঁচ ইঞ্চির ৭২০ পিক্সেলের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেটটিতে। রয়েছে ১ দশমিক ৫ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরি। ব্যাটারি রয়েছে ২৬০০ এমএএইচের।
ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেটটিতে রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। টাইজেন ৩ দশমিক শূন্য অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি।
আগামী ৩০ ও ৩১ জুলাই ভারতের বেঙ্গালুরুতে টাইজেন ডেভেলপার সামিটে সেটটি প্রথমবার প্রদর্শিত হবে।