গ্যালাক্সি এস৬-এর এক্সটার্নাল স্টোরেজ সমস্যার সমাধান!

স্যামসাং তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৬ বাজারে এনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে কিছুদিন হলো। ক্রেতাদের মধ্যেও বেশ জনপ্রিয় তাদের এই নতুন স্মার্টফোন। তবে ব্যবহারকারীদের অভিযোগও রয়েছে এস৬ নিয়ে। আলাদাভাবে মাইক্রোএসডি কার্ড কিংবা ব্যাটারি পাল্টানোর সুযোগ না থাকায় অনেকেই হতাশ! আর তারই সমাধান নিয়ে এসেছে ইনসিপিও টেকনোলজিস। এ খবর জানিয়েছে ম্যাশেবল।
ইনসিপিও মূলত মোবাইল অ্যাকসেসরিজ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। তবে ব্যাটারি কেস তৈরির জন্যই তারা বেশি জনপ্রিয়। আইফোন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য তারা নির্মাণ করে আসছে নানা ব্যাটারি কেস। সে ধারাবাহিকতায় তারা এবার গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ মডেলের স্মার্টফোনের জন্য এনেছে ব্যাটারি কেস।
নতুন এই কেসের নাম দেওয়া হয়েছে অফগ্রিড! এখানে থাকছে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ২৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের গ্যালাক্সি এস৬-কে তাই পরিপূর্ণ চার্জ সরবরাহ করতে সক্ষম অফগ্রিড। তবে শুধু চার্জ নয়, স্মার্টফোনের এক্সটার্নাল স্টোরেজের ব্যবস্থাও করে দিচ্ছে ব্যাটারি কেসটি।
মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার জন্য আলাদাভাবে স্লট রাখা হয়েছে অফগ্রিডে। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের উপযোগী অফগ্রিড। মেমরি স্বল্পতা দূর করার ক্ষেত্রে দারুণ এক সুযোগ দিচ্ছে ব্যাটারি কেসটি। তবে অনেকের কাছেই স্লিম এস৬-কে অনেক বেশি বেঢপ লাগতে পারে এতে।
প্রাথমিক পর্যায়ে অফগ্রিডের দাম ধরা হয়েছে ৮৯ দশমিক ৯৯ ডলার। গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ দুই মডেলের জন্যই রয়েছে ইনসিপিওর এই নতুন পণ্য।