বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব আনছে স্যামসাং

স্মার্টফোনের বাজারের সাথে ট্যাবলেটের বাজারেও জায়গা করে নিতে চাইছে স্যামসাং। এবার তারা নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে পাতলা ট্যাবলেট। সবচেয়ে পাতলা ট্যাবলেট হওয়ার পথে প্রতিদ্বন্দ্বী আইপ্যাড এয়ার ২, সনি এক্সপেরিয়া জেড ৪ এবং ডেল ভেন্যু ৮৭০০০ কে পেছনে ফেলেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ২। এ খবর জানিয়েছে এনডিটিভি।
ইলেকট্রনিক পণ্যনির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং বলছে আগস্ট মাসে বাজারে ছাড়বে তারা এই ট্যাব। তবে ট্যাবটির দাম সম্পর্কে কোনো ধারণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।
মেটাল ফ্রেমে তৈরি স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ২ মাত্র ৫.৬ মিলিমিটার পাতলা। এর আগে পৃথিবীর সবচেয়ে পাতলা ট্যাবলেটটি ছিল ৬.১ মিলিমিটার পাতলা। অ্যাপল, সনি ও ডেল বিভিন্ন সময়ে পাতলা এসব ট্যাবলেট বানিয়েছিল।
গত দুই বছর যেসব আইপ্যাড মুক্তি পেয়েছে তাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল। স্যামসাংয়ের নতুন ট্যাবে যোগ করা হয়েছে এই প্রযুক্তি। গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ এবং ৮.৪ এই দুটি মডেলের মতো এস ২ তেও ৯.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে (২০৪৮x১৫৩৬ পিক্সেল) রয়েছে। এর ওজন মাত্র ২৬৫ গ্রাম।
ট্যাবটি চলবে অ্যানড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৬৫৪ বিট অক্টা কোর স্যামসাং ইক্সিনোস ৭৪২০ প্রসেসর এবং ৩ জিবি র্যাম। ১২৮ জিবি পর্যন্ত আলাদা মেমোরি যোগ করা যাবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে।
৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজের আলাদা দুটি ভার্সনে পাওয়া যাবে এই ট্যাব। দুটি ভার্সনেই থাকবে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
স্যামসাং ইলেকট্রনিক্সের আইটি এবং মোবাইল ডিভিশনের প্রধান জেকে শিন বলেন, ‘গ্যালাক্সি ট্যাব এস ২ শুধু আমাদের তৈরি সবচেয়ে পাতলা এবং সবচেয়ে হালকা ট্যাবলেট না, এটা একইসঙ্গে ব্যবহারকারীদের দ্রুত কাজ করার সুবিধা দেবে।’