আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৫

স্যামসাং গ্যালাক্সি নোট প্রযুক্তিপণ্যের মধ্যে আভিজাত্যের প্রতীক। তাই এর নতুন কোনো মডেল মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় সব জল্পনা-কল্পনা। এবার স্যামসাং গ্যালাক্সি নোট ৫ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে জড়িত স্যামসাংয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
ট্যাবলেট এবং স্মার্টফোন দুটো ডিভাইসের সুবিধা একসঙ্গে পাওয়া যায় বলে স্যামসাং গ্যালাক্সিকে বলা হয় ফ্যাবলেট। গ্যালাক্সি নোটের আগের দুটি ভার্সন নোট ৩ এবং নোট ৪ বাজারে ছাড়া হয়েছিল সেপ্টেম্বরে।
তবে এবার এক মাস আগে গ্যালাক্সি ৫ বাজারে ছাড়ার কারণ হিসেবে প্রতিপক্ষ আইফোনের নতুন মডেলের মুক্তিকে দেখা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন বাজারে ছাড়ার জন্য অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে বড় উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
গত বছর স্যামসাংয়ের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। গত তিন বছরে স্যামসাংয়ের সবচেয়ে কম মুনাফা হয় গত বছর। সে ক্ষতিটাই এ বছর গ্যালাক্সি নোট ৫ দিয়ে পুষিয়ে নিতে চাচ্ছে স্যামসাং।