আসছে গুগলের নেক্সাস ফাইভ

অনেক জল্পনা-কল্পনার মধ্যে গুজব ছড়িয়েছে, গুগলের নতুন নেক্সাস ডিভাইস এ বছরও তৈরি করবে এলজি। এমনকি নেক্সাস ফাইভের ২০১৫ ভার্সনটি বাজারে আসতে পারে এ বছরের সেপ্টেম্বরেই।
অ্যানড্রয়েডপিটের ভাষ্যমতে, একটি বিশ্বাসযোগ্য উৎস থেকে এলজি ও গুগলের এই পুনরায় জুটিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। যদিও সেটটির আনুষ্ঠানিক নাম এখনো ঠিক করা হয়নি।
নেক্সাস ফাইভ (২০১৫) হবে একেবারেই আলাদা রকম। এলজির সর্বশেষ ফ্ল্যাগশিপ এলজি জি ফোরের কোনো প্রভাব কিংবা ছায়া এতে থাকবে না বলেও নিশ্চিত হওয়া গেছে।
যদি গুজবটি সত্য হয়, তবে ব্যাপারটি খুবই মজার হবে। কারণ, এর আগের নেক্সাস ফাইভটিও তৈরি করেছিল এলজি। তবে এর আগে নতুন নেক্সাসের উৎপাদনকারী হিসেবে শোনা গিয়েছিল চায়নিজ প্রতিষ্ঠান হুয়াওয়ের নাম।
তবে এ ব্যাপারে আরেকটা গুজবও রয়েছে বাজারে। গুগল নাকি এবার একসঙ্গে দুটি নেক্সাস ফোনও নিয়ে আসতে পারে।
গুজব ছড়িয়েছে, এলজির তৈরি নেক্সাস সেটটির স্ক্রিন হবে ৫ দশমিক ২ ইঞ্চি এবং ব্যাটারি হবে ২৭০০ এমএএইচ। আর ৫ দশমিক ৭ ইঞ্চি বড় স্ক্রিনের সেট বানাবে হুয়াওয়ে। ব্যাটারি থাকবে ৩৫০০ এমএএইচের।
অ্যানড্রয়েডপিট যদি সঠিক হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত আবার আমরা দেখতে যাচ্ছি এলজির তৈরি নেক্সাস সেট। তবে হুয়াওয়ের সম্ভাবনারও একেবারে বাতিল করে দেওয়া যাচ্ছে না।