আগ্রহ জাগাচ্ছে সনি এক্সপেরিয়ার জেড থ্রি প্লাস

সনির এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন নিয়ে ব্যবহারকারীদের আগ্রহের শেষ নেই। এবার তারা নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ ‘এক্সপেরিয়া জেড থ্রি প্লাস’। ভারতের বাজারে ছাড়া হয়েছে ফোনটি। এর দাম রাখা হয়েছে ৫৫ হাজার ৯৯০ রুপি।
৫ দশমিক শূন্য ললিপপ অপারেটিংয়ে চলবে ফোনটি। এতে রয়েছে ১০৮০ x ১৯২০ পিক্সেলের ৫ দশমিক ২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ৬৪ বিট অক্টা কোর (কোয়াড কোর ১ দশমিক ৫ গিগাহার্টজ + কোয়াড কোর ২ গিগাহার্টজ) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরে চলবে ফোনটি। এতে রয়েছে ৩ জিবি র্যাম। হ্যান্ডসেটটির বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে।
এক্সপেরিয়া জেড থ্রি প্লাসে রয়েছে ২০ দশমিক ১ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা। ক্যামেরায় রয়েছে ১/২ দশমিক ৩ ইঞ্চি এক্সমোর আরএস বিএসআই সেন্সর, বায়োনজ ইমেজ প্রসেসর এবং এলইডি ফ্ল্যাশ। রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সঙ্গে রয়েছে এক্সমোর আর বিএসআই সেন্সর এবং ২৫ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেটটিতে রয়েছে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে। এতে রয়েছে ২৯৩০ এমএএইচের ব্যাটারি। মাত্র ১০ মিনিট চার্জ দিলে টানা সাড়ে পাঁচ ঘণ্টা চালু থাকবে ফোনটি। ফুল চার্জ হতে সেটটির সময় লাগবে ৪৫ মিনিট।
এক্সপেরিয়া জেড থ্রি প্লাস সেটটি আইপি৬৫/আইপি৬৮ সার্টিফিকেশন পেয়েছে। ফলে সেটটি ময়লা এবং পানি প্রতিরোধক। এলডিএসি কমপ্রেশন টেকনোলজি ব্যবহারের কারণে এতে রয়েছে উচ্চ মানের অডিও সুবিধা।
কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, হটস্পটসহ ওয়াইফাই সুবিধা, ফোরজি এলটিই, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, মাইক্রো ইউএসবি, ডিএলএনএ এবং এনএফসি।
সনি এক্সপেরিয়া জেড থ্রি প্লাস সেটে চলবে একটি সিম। তবে এর আরেকটি ডুয়েল সিম সেট রয়েছে সনি এক্সপেরিয়ার জেড থ্রি ডুয়েল।
অ্যাকুয়া গ্রিন, ব্ল্যাক, কপার ও হোয়াইট—এই চারটি রঙে পাওয়া যাচ্ছে সেটটি। গত এপ্রিলে বাজারে ছাড়া হয়েছিল এক্সপেরিয়া জেড ফোর।