এটাই এখন সবচেয়ে স্লিম স্মার্টফোন

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম ১৯৯৪ সালের ১৬ আগস্ট বিশ্বের প্রথম স্মার্টফোন ‘সিমন’ তৈরির পর থেকে স্মার্টফোন নির্মাতাদের অবিরাম চেষ্টা ছিল আরো স্লিম (পাতলা) মোবাইল সেট তৈরির। প্রযুক্তিপণ্য বোদ্ধাদের মতে, স্মার্টফোন নির্মাতাদের চ্যালেঞ্জ ছিল মূলত তিনটি। আরো পাতলা, আরো হালকা এবং আরো বেশি ফিচারসমৃদ্ধ মোবাইল সেট তৈরি করা। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভারতের মোবাইল নির্মাতা সংস্থা মাইক্রোম্যাক্স বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটি তুলে দিয়েছে ব্যবহারকারীদের হাতে। দেশটির রাজধানী নয়াদিল্লির মাইক্রোম্যাক্স ভবনে এই মোবাইল ফোনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি মাইক্রোম্যাক্স সিলভার ফাইভ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। প্রযুক্তিবিশ্বের খবরের জন্য অন্যতম সেরা ওয়েবসাইট ও ব্লগ টেকক্রাঞ্চ জানিয়েছে, ৫ দশমিক ১ মিলিমিটার পুরু এই মোবাইল সেটটির ওজন মাত্র ৯৭ গ্রাম। এতে রয়েছে ৪ দশমিক ৮ ইঞ্চি এইচডিডিসপ্লে ও চার জিবি (গিগাবাইট) র্যাম। মোবাইল স্ক্রিনের সুরক্ষায় ব্যাবহার করা হয়েছে তিনস্তরের অত্যাধুনিক কন্ডিং গরিলা গ্লাস। আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে অতিরিক্ত পাতলা হওয়ায় এতে কোনো মেমোরি কার্ড লাগানোর সুবিধা নেই।
মাইক্রোম্যাক্স সিলভার ফাইভ মোবাইল সেটটিতে আরো আছে আট মেগাপিক্সেল ক্যামেরা ও পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের ৪জি স্মার্টফোনটিতে থাকছে LED ফ্ল্যাশ। ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে ১৭ হাজার ৯৯৯ রুপি।
টেকক্রাঞ্চের খবর অনুযায়ী, স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরো স্লিম মোবাইল সেট তৈরির একটি অলিখিত প্রতিযোগিতা চলছে। বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো এক্স ফাইভ ম্যাক্স, জিওনি ই-লাইফ ৫.১ এবং আইফোন-৬। এগুলোর মধ্যে ভিভো এক্স ফাইভ ম্যাক্সের পুরুত্ব ৬.৯ মিলিমিটার, জিওনি ই-লাইফ ৫.১৫ মিলিমিটার এবং আইফোন-৬-এর পুরুত্ব ৬.৯ মিলিমিটার। মাইক্রোম্যাক্সের দাবি, ক্যানভাস সিলভার ফাইভ-এর চেয়ে স্লিম স্মার্টফোন এখনো বাজারে আসেনি।