পাইথন কোডস্প্রিন্ট ক্যাম্প অনুষ্ঠিত

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ কোডস্প্রিন্ট ক্যাম্প। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ১০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। ক্যাম্প অনুষ্ঠানের সহায়তায় ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
রাজধানীর বিসিসি কম্পিউটার ল্যাবে গত ১১ জুন পাইথন কোডস্প্রিন্ট ক্যাম্প শুরু হয়। এর আগে ৫১ জন আবেদনকারীর মধ্যে অনলাইন পরীক্ষার মাধ্যমে ক্যাম্পের জন্য ১৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কোডস্প্রিন্টে ডিজাইন, ডেভেলপমেন্টের পাশাপাশি বর্তমানে সময়োপযোগী বিভিন্ন প্রকল্পভিত্তিক কাজ করেন অংশগ্রহণকারীরা।
সোমবার সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রত্যেককে সার্টিফিকেট তুলে দেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল হক। তিনি প্রোগ্রামিং ভাষাভিত্তিক এই আয়োজনের প্রশংসা করে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিসির পরিচালক এনামুল কবির, বিডিওএসএনের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন রাজীব, ক্যাম্পের সমন্বয়ক তানভির শুভ।
ক্যাম্প পরিচালনা করেন মাফিনার খান, মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ, মো. তাহমিদ ইসলাম, তাহমিদ রাফি, মাহফুজ আজিজ, তানভির শুভ এবং নরওয়ে থেকে অনলাইনে মেন্টর হিসেবে ছিলেন নাইমা জাকারিয়া।
ক্যাম্পের আয়োজক বিডিওএসএনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলেও এমন আয়োজন করা হবে।