অ্যানড্রয়েডে টিভি চ্যানেল ‘এইচবিও নাউ’

জনপ্রিয় টিভি চ্যানেল এইচবিওর অনলাইন সার্ভিস ‘এইচবিও নাউ’ চালু হচ্ছে গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের জন্য। অ্যানড্রয়েডের পরবর্তী সংস্করণ ‘অ্যানড্রয়েড এম’-এ আসছে এই অনলাইন সার্ভিস। টাইমস অব ইন্ডিয়া ও হলিউড রিপোর্টার জানিয়েছে এ খবর।
এর মাধ্যমে ‘এইচবিও নাউ’ চ্যানেলের গ্রাহকরা খুব সহজেই এইচবিও চ্যানেলে প্রচারিত টিভি সিরিজ ও সিনেমা উপভোগ করতে পারবেন। সঙ্গে থাকছে পুরোনো টিভি সিরিজ ও সিনেমা দেখার সুবিধা। এ সপ্তাহের ‘গেম অব থ্রোন্স’ মিস হয়ে গেলে আর আফসোস করতে হবে না। স্মার্টফোন কিংবা ট্যাবে শুধু ‘এইচবিও নাউ’ অ্যাপ্লিকেশন থাকলেই চলবে! তবে প্রিমিয়াম এই সার্ভিসের জন্য প্রতি মাসে গুনতে হবে ১৫ ডলার।
এইচবিও তাদের অনলাইন সার্ভিস ‘এইচবিও নাউ’ চালু করেছে এ বছরের এপ্রিলে। তবে শুধু অ্যাপল পণ্য ব্যবহারকারীরা তাদের আইফোন কিংবা আইপ্যাডেই উপভোগ করতে পারতেন ‘এইচবিও নাউ’। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী গুগলও এবার চুক্তি সেরে ফেলল এইচবিওর সঙ্গে।
এমন গুঞ্জন অবশ্য আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এ বছরের গুগল আইও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, আগামী অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকছে এই সার্ভিস।
এইচবিও ডমেস্টিক নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বার্নাডেট অলিস্টিয়া গুগলের সঙ্গে তাদের এই সমঝোতা নিয়ে তার অভিব্যক্তি তুলে ধরতে গিয়ে বলেন, ‘এইচবিও নাউ-এর মাধ্যমে আমরা গুগলের সঙ্গে আমাদের সুসম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’ তিনি যোগ করেন, ‘অ্যানড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এইচবিওর বেশ চাহিদা আমরা লক্ষ করেছি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাদের জন্য এই সেবা চালু করতে পেরে সত্যিই আমরা বেশ উল্লসিত।’
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন অনলাইন সার্ভিস। কেবল টিভির জায়গা খুব অল্প সময়েই অনলাইন টিভি দখল করে নিতে যাচ্ছে—অনেক বিশ্লেষকই তাই মনে করছেন।