আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকায় পরিচালক বাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সামালোচনা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরও সেই বিতর্ক যেন থেমে নেই। নির্বাচন শেষ হওয়ার একদিন না পেরোতেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালককে বাদ দিয়েছে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।
গতকাল সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিসিবি নির্বাচনে এনএসসি থেকে পরিচালক মনোনীত হয়েছিলেন দুই ব্যবসায়ী—ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। কিন্তু রাত না পেরোতেই ইসফাককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানাল এনএসসি।
গতকাল বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই ইসফাককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে অভিযোগ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইসফাক আহসান। পরে অবশ্য মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান তিনি।
এছাড়া যুবলীগের সদস্য হিসেবে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর কিছু ছবিও অনলাইনে ছড়িয়ে পড়ে তার। তার বিতর্কিত বিষয়গুলো এনএসসির নজরে এলে তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ২৩ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন—জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে (ক্যাটাগরি-১) ১০ জন, ঢাকা মহানগরের ক্লাব থেকে (ক্যাটাগরি-২) ১২ জন এবং বিভিন্ন সংস্থা ও সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে (ক্যাটাগরি-৩) ১ জন। বাকি দুজনকে মনোনয়ন দেয় এনএসসি।