শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
বাংলাদেশ শেষ ম্যাচে যাদের সমর্থন দিয়েছিল, আজ তারাই প্রতিপক্ষ। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। তবে সুপার ফেরে তাদের হারিয়েই সেই দুঃখটা ঘোচাতেই চাইবে ফিল সিমন্সের শিষ্যরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তেমনটা দেখা যায়নি। লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। ঠিকঠাক মতো লড়াইটাও করতে পারেনি লিটন দাসের দল।
আজ দুবাইয়ের উইকেট বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ করেছেন তিনি। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
গত কয়েক বছর ধরে বাংলাদেশের বোলাররা বেশ ভালো পারফর্ম করছেন। কিন্তু বিপরীত চিত্র ব্যাটিংয়ে। টানা ব্যর্থ তাওহিদ হৃদয়রা। রান পেলেও প্রশ্ন উঠছে জাকের আলীর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। ফলে টপঅর্ডার ব্যর্থ হলেই বাকিরা যোগ দিচ্ছে যাওয়া-আসার ভিড়ে। গুটিয়ে যাচ্ছে অল্প রানেই। এমন অবস্থায় ভালো করতে চাইলে ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার বিকল্প কিছু নেই।
সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে দেখা গেছে তানজিদ হাসান ও সাইফ হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেন করা পারভেজ হোসেন ইমনকে বসানো হয়। আজও হয়তো এমনটিই দেখা যাবে। সাইফ ধীরগতির ইনিংস খেললেও দুজন মিলে ৪০ বলে গড়েন ৬৩ রানের জুটি। পাশাপাশি বোলিংয়েও সাইফকে ব্যবহার করতে পারবেন অধিনায়ক লিটন।
তিন, চার ও পাঁচ নম্বর জায়গায় হয়ত পরিবর্তন আসবে না। তিনে নামবেন অধিনায়ক লিটন দাস। চার ও পাঁচে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। অফফর্মে থাকা হৃদয় শেষ ম্যাচে ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে হয়ত এই ম্যাচেও জায়গা পেয়ে যেতে পারেন।
এশিয়া কাপে ৪৮ বলে ৫৩ রান করেছেন জাকের আলী। ডেথ ওভারে বাংলাদেশর যেখানে দ্রুত রান তোলার কথা সেখানে তিনি ছিলেন স্লো। আফগানিস্তানের বিপক্ষে শেষ ২ ওভারে ৪টি ডট বল খেলেন তিনি। শেষদিকে ১৩ বলে ১২ রানের ইনিংস খেলেন। তাই তার অ্যাপ্রোচ ও দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই ম্যাচে তাকে বসাতে পারে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে নুরুল হাসান ৬ বলে ১২ রান করে ছিলেন অপরাজিত। তিনিও হয়তো এই ম্যাচেও থাকছেন।
বোলিং বিভাগে দুই স্পিনার ও দুই পেসার মোটামোটি নিশ্চিত বলা যায়। গত ম্যাচের ম্যাচসেরা নাসুম ও লেগস্পিনার রিশাদ হোসেন হয়ত এই ম্যাচেও থাকছেন। পেস আক্রমণে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।
পঞ্চম বোলার হিসেবে আজ একাদশে ফিরতে পারেন স্পিনার শেখ মেহেদি হাসান অথবা পেসার তানজিম সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দুজনই ছিলেন। উইকেটেও পেয়েছেন দুজন। তবে উইকেট বিবেচনায় হয়তো মেহেদিকেই খেলানো হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।