আমার তো হানিমুন পিরিয়ড শেষ, উন্নতির চেষ্টা করছি : হৃদয়

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়েছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। ম্যাচে বাংলাদেশের জয়টা সহজ হয়েছে তৃতীয় উইকেটে লিটন-হৃদয়ের ৯৫ রানের জুটিতে। ফর্মহীনতায় ভুগতে থাকা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৫ রান। সেটিও ধীরগতির ইনংসে, খেলেছেন ৩৬ বল। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এই ব্যাটার জানালেন তিনি স্ট্রাগল করছেন তবে নিয়মিতভাবে উন্নতির চেষ্টা করে যাচ্ছেন।
একটা সময় নিয়মিতভাবে ভালো খেলেই দলে নিজের জায়গাটা পাকা করেছেন হৃদয়। কিন্তু বেশ কিছুদিন ধরে তার ব্যাট হাসছে না। শেষ কোন ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৫ ম্যাচ আগে, সেটিও ২০২৪ সালে অক্টোবরে ভারতের বিপক্ষে। সংবাদ সম্মেলনে এই স্ট্রাগল করার কথা নিজেই বললেন।
হংকংয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। আমিও চেষ্টা করছি। যেহেতু আমার হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, আমিও এজন্য অনুশীলনে যাচ্ছি, চেষ্টা করছি। হয়তো হচ্ছে না। আপনি যদি দেখেন, বিশ্বের কোন খেলোযাড়ই এক গ্রাফে যেতে পারে না। আমি হয়ত কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, বড় ইনিংস করতে পারছি না।’
সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন হৃদয়। মিডল অর্ডারে নিজের ইনংস সেভাবে বড় করতে পারেননি। তবে তিনি উন্নতির চেষ্টা করে যাচ্ছেন বলেই জানালেন। হৃদয় বলেন, ‘উন্নতির জায়গা তো অনেক আছে। চেষ্টা করছি উন্নতি করার। আমি নিয়মিত আমার হাতে যা আছে তা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। স্ট্রাগল, হ্যাঁ করছি। বিশ্বের সব খেলোয়াড়ই কমবেশি স্ট্রাগল করে।’