যেভাবে দেখবেন বাংলাদেশ-হংকং ম্যাচ

বেশ আশা-প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গেছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের পর্দা উঠছে দুদিন আগে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৫। দেশেরে বাইরে খেলা হওয়াতে বাংলাদেশের বেশিরভাগ দর্শককেই চোখ রাখতে হবে টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে।
এশিয়া কপে বাংলাদেশ-হংকং ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারেন ট্যাপম্যাড অ্যাপে, টফিতে।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশ। এই গ্রুপকে ডেথ গ্রুপ বলা চলে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে সুপার ফোরে ওঠার লড়াইযে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠ চট্টগ্রামে। শক্তির বিচারে হংকংয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্যের দেশ বাংলাদেশ। অন্যদিকে সহযোগী দেশ হংকং।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।