এসএ২০’তে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন তাইজুল

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএটুয়েন্টিতে দল পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিগটিতে দল পেয়েছেন তিনি। জোহানেসবার্গে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের এই স্পিনারকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডেতে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস।
তাইজুলের দল ডারবানস সুপার জায়ান্টসে আছেন হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার ও এইডেন মার্করামের মতো তারকা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা এই জনপ্রিয় লিগটির চতুর্থ আসর মাঠে গড়াবে এ বছরের ২৬ ডিসেম্বর। এবারের আসর শুরুর আগে ৮৪টি স্লটের চূড়ান্ত নিলামের জন্য রাখা হয় ৫৪১ জন ক্রিকেটারের নাম। বাংলাদেশ থেকে এই নিলামে ছিল ১৪ জনের নাম। সেখান বাংলাদেশ থেকে শুধু দল পেয়েছেন তাইজুল।
বাকি ১৩ জন হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এখান থেকে পেসার মুস্তাফিজুর রহমানের নাম তোলা হলেও তিনি অবিক্রীত থাকেন।
নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেভাল্ড ব্রেভিস। প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র্যান্ডে। ৪৩ বছর বয়সী ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন নিলামে নাম লেখিয়ে সবাইকে অবাক করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি অবিক্রীত থেকে গেছেন।
বাঁহাতি স্পিনার তাইজুল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত মুখ। দেশের হয়ে তিনি মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
এসএটুয়েন্টি শুরু হিচ্ছে ডিসেম্বরে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলও মাঠে গড়ায় এই সময়টাতে। যে কারণে দল পেয়েও সাংঘর্ষিক সূচির কারণে তাইজুলের যাওয়া হচ্ছে কি না সেটিই এখন দেখার বিষয়।