নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

এশিয়া কাপের প্রস্তুতিপর্বটা ভালোভাবেই সম্পন্ন করেছে পাকিস্তান দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমান আগার দল। এদিন মোহাম্মদ নওয়াজের স্পিন জাদুতে হ্যাটট্রিকের সুবাদে দাঁড়াতেই পারেনি আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর শুরুর ধাক্কা সামলে নিয়ে দলের হাল ধরেন সাইম আইয়ুব ও ফখর জামান। দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন এই দুজন। এরপর তারা আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান, মোহাম্মদ নওয়াজ করেন ২৫ এবং অধিনায়ক সালমান যোগ করেন ২৪ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রশিদ খান।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই ব্যর্থ আফগানিস্তান। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি তারা। আফগানদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ, সেদিকুল্লাহ অটল করেন ১৩। এছাড়া আর কেউ নিজের সংগ্রহটাকে ২ অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেনি।
পাকিস্তানি স্পিনার নওয়াজ হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরানোর পর এরপর অষ্টম ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে পূর্ণ করেন হ্যাটট্রিক।
নাওয়াজ ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। ১ ওভার মেডেন দিয়েছেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। ব্যাট হাতেও রান করেছেন ২৫, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। এমন দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।