রেকর্ড গড়লেন রশিদ খান

সম্প্রতি বল হাতে ফ্র্যাঞ্চাইজি লিগে খারাপ সময় পার করছেন রশিদ খান। তবে আফগান লেগস্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারে রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি সংস্করণে উইকেট শিকারে শীর্ষে এখন রশিদ খান।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৮ রানে জয় পেয়েছে আফগানিস্তান। ম্যাচে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন রশিদ।
রশিদের রেকর্ড গড়তেও দরকার ছিল ৩ উইকেটের। তার আগে এই রেকর্ডটি ছিল টিম সাউদির। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের এই পেসার। ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট তুলে নিয়ে সাউদিকে সরিয়ে শীর্ষে এখন রশিদ।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন নিউজিল্যান্ডের ইশ সোধি। টি-টোয়েন্টি সংস্করণে ১২৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৫০। তবে শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের দুইজন। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ১১৩ ম্যাচে ১৪২ উইকেট শিকার করে পাঁচ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান।