দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হ্যাটট্রিক শিরোপা

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে ওভাল ইনভিন্সিবলস। তিন বছরে তিন শিরোপা, টুর্নামেন্টের প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপার দেখা পেল তারা। গতকাল রোববার (৩১ আগস্ট) রাতে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে তারা ২৬ রানে হারিয়েছে ট্রেন্ট রকেটসকে।
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওভাল ইনভিন্সিবলস। ব্যাট হাতে উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ১০০ বলে ১৬৮ রানে থামে ইনভিন্সবলসের ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে নাথান সোটারের স্পিন জাদুতে কবু হয়ে ১৪২ রান তুলতে পারে ট্রেন্ট রকেটস। এতেই ২৬ রানে জয় পায় ওভাল।
শুরু থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে। ওপেনার উইল জ্যাকস ৪১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে জর্ডান কক্সের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন জ্যাকস। কক্স ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। তবে শেষদিকে সেভাবে রান তুলতে না পারলে ১০০ বল শেষে ওভালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। ট্রেন্ট রকেটসেরে হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অসি অলরাউন্ডর মার্কাস স্টইনিস।
জবাবে ব্যাট করতে নেমে রকেটস শুরুটা করে ধীরগতিতে। ইনভিন্সিবলসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ধারাবাহিকভাবে উইকেটে হারিয়েছে। লেগ স্পিনার নাথান সোটার ট্রেন্ট রকেটসের প্রথম তিন ব্যাটারকেই তুলে নেন ২ রানের ব্যবধানে। দলীয় ৩৬ রানে জো রুট ও রেহান আহমেদকে ফেরানোর পর স্কোরবোর্ডে মাত্র ১ রানে যোগ করতেই টম ব্যান্টনকেও ফেরান সোটার। মাত্র ২৫ রানে ৩ উইকেট নিয়ে রকেটসের ব্যাটিং অর্ডার ভেঙে দেন।
এরপর উইকেটের এক প্রান্তে লড়াই করে গেছেন স্টইনিস। তিনি ৩৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৪ রান। শেষদিকে রস হোয়াইটলির সঙ্গে ৩৮ রানের জুটি কিছুটা আশার সঞ্চার করে। শেষ ২৫ বলে দরকার ছিল ৭৮ রান। তবে ইনভিন্সিবলসের পেসারদের দাপটে রকেটস থেমে যায় ২৬ রান দূরে থেকেই।
৩ উইকেটে তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইনভিন্সিবলের সোটার। এর আগে ২০২৩, ২০২৪-এর পর ২০২৫ সালেও শিরোপা জিতে টানা তিনবারের চ্যাম্পিয়ন হলো দলটি।