কক্সের বিধ্বংসী ব্যাটিংয়ে ‘দ্য হানড্রেড’-এর নতুন যত রেকর্ড

১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ ১০ ছক্কায় বিধ্বংসী এক ইনিংস খেলেছেন জর্ডান কক্স। এতে দলীয় রেকর্ডের সাথে ব্যক্তিগত রেকর্ডের খাতায়ও নাম লিখিয়েছেন এই ইংলিশ ব্যাটার। গতকাল (১৬ আগস্ট) ওভাল ইনভিনসিবলসের হয়ে ২৯ বলে ১০টি ছক্কা ও ৩টি চারে ৮৬ রানের অপরাজিত ইনিংসে খেলেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
কক্সের ব্যাটিং তান্ডবের সুবাদে ইনভিনসিবলস নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ম্যানচেস্টার অরিজিনালসের। ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ৫ উইকেটে ২০৮ রান করেছিল তারা।
কক্স ব্যাট হাতে বিধ্বংসী হওয়ার আগে শুরুটা করেছিলেন ধীরগতিতে। প্রথম দুই বলই ডট দেন তিনি এবং প্রথম আট বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। এরপর ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান তিনি।
১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডের মালিকও হয়েছেন কক্স। দ্য হানড্রেডের ইতিহাসে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। আরেক ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন ২০২১ সালে বার্মিংহাম ফনিক্সের হয়ে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে ৪০ বলে ১০ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেন।
এমন দারুণ এক ইনিংসের সুবাদে ম্যাচসেরা হয়েছেন কক্স। তার দল ওভাল ইনভিনসিবলসও এদিন জিতেছে সহজেই। ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে গুটিয়ে গেলে ৮৩ রানের বড় জয় পায় ইনভিনসিবলস।