এশিয়া কাপের আগে ভারত শিবিরে স্বস্তির খবর

আগামী মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। কিন্তু ফিঢনেস জটিলতার কারণে আটকে আছে ভারতের সেই প্রক্রিয়া। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস জটিলতা ছিল। তবে এবার স্বস্তির খবর পাওয়া গেলো তাদের নিয়ে।
ডান দিকের নিচের পেটে স্পোর্টস হার্নিয়া হয়েছিল সূর্যকুমারের। গত জুনে জার্মানিতে অস্ত্রোপচার করান তিনি। এরপর থেকে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন ভারতীয় অধিনায়ক। শেষ মুহূর্তে তাকে এশিয়া কাপের দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তাকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সূর্যকুমার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন এবং এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। কয়েকদিন আগে পর্যন্ত সূর্য সিওই-তে পুনর্বাসন কর্মসূচিতে ছিলেন এবং এখন তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে। তিনি ভারতের স্কোয়াড নির্বাচনেও উপস্থিত থাকবেন।’
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারতের পেস ইউনিটের কাণ্ডারি জাসপ্রিত বুমরাহর এশিয়া কাপের সবগুলো ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কাও কেটে গেছে। ভারতীয় নির্বাচকদের এশিয়া কাপ খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বুমরাহ।
বিসিসিআইয়ের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে, বুমরাহ নির্বাচকদের জানিয়েছেন যে, তিনি এশিয়া কাপের জন্য প্রস্তুত আছেন। নির্বাচক কমিটি আগামী সপ্তাহে যখন বৈঠকে বসবে, তখন তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবে।
অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে। তার ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে। ইংল্যান্ডে সবশেষ টেস্ট সিরিজে চোটে পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্থ। এশিয়া কাপের স্কোয়াডে তার থাকা নিয়েও শঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, শুরুতে বারতের এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে মহাদেশীয় এই লড়াই। যেখানে ‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের হাইভোল্টেজ এই ম্যাচ। ইতোমধ্যে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী মঙ্গলবার মুম্বাইয়ে ভারতেরও দল ঘোষণা কথা রয়েছে।