ইংল্যান্ড পুলিশের তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

সম্প্রতি পাকিস্তান শাহিনস (এ দল) ইংল্যান্ড সফরে যায়। সেই দলের সঙ্গে ছিলেন ব্যাটার হায়দার আলী। সফরের মাঝে ঘটা কোনো ঘটনার কারণে ইংল্যান্ডে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের আওতায় রাখা হয়েছে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ইতোমধ্যে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানায় তারা।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে হায়দারকে সতর্কতামূলকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও নিজেদের হেফাজতে রাখেনি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তার অপরাধের ধরণ সম্পর্কেও কিছু প্রকাশ করা হয়নি।
তবে ক্রিকেট বিষয়ক আরেক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, হায়দারকে যৌন হয়রানির একটি অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের সম্পর্কে অবহিত আছে। বিবৃতিতে বলা হয়, এই তদন্তটি পাকিস্তান শাহিনস দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় সংঘটিত কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত।
তবে হায়দারকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারেও জানিয়েছে তারা। এই বিষয়ে পিসিবি জানায়, সব খেলোয়াড়ের কল্যাণ ও আইনি অধিকার নিশ্চিত করার দায়িত্বের অংশ হিসেবে পিসিবি নিশ্চিত করেছে যে হায়দার আলি যেন এই পুরো প্রক্রিয়ায় উপযুক্ত আইনি সহায়তা পান, যাতে তার অধিকার সুরক্ষিত থাকে।
যুক্তরাজ্যের আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পিসিবি বলেছে, আমরা যুক্তরাজ্যের আইনগত প্রক্রিয়া ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং মনে করি তদন্তটি যথাযথভাবে সম্পন্ন হওয়া উচিত। সেই অনুযায়ী, চলমান তদন্তের ফলাফল না আসা পর্যন্ত পিসিবি হায়দার আলিকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
২৪ বছর বয়সী হায়দার পাকিস্তানের হয়ে ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সম্প্রতি পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড সফরে তিনি একটি প্রথম শ্রেণীর একাদশের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ২টি তিনদিনের ম্যাচে অংশ নেন।