নতুন চুলে নেইমারের বাজিমাত

ক্যারিয়ারের শুরু থেকে আলোচনায় ছিলেন নেইমার। শৈল্পিক ফুটবলে যেমন মুগ্ধ করেছেন গোটা দুনিয়াকে, তেমনি আলোড়ন তুলেছেন চুলের স্টাইল দিয়ে। বিভিন্ন সময়ে চুলের অভিনব সব স্টাইলে নজর কেড়েছেন তিনি। কাড়লেন আরও একবার। সান্তোসের জার্সিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) মাঠে নামেন নেইমার। ম্যাচে জোড়া গোল করেন এই তারকা।
দীর্ঘ প্রায় দুই বছর পর নেইমার পেলেন জোড়া গোলের দেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে একজন লিখেছেন, ‘নীল চুলে ভাগ্য ফিরেছে নেইমারের।’ এদিন নেইমারকে দেখা যায় ‘বক্স ব্রেডস’ চুলে। গুচ্ছ গুচ্ছ বিনুনি কাটা চুলের নিচের দিকে নীল পুতি দিয়ে বেঁধে রাখা। মাঠেও নামেন সান্তোসের নীল জার্সিতে।
ব্রাজিলিয়ান লিগের ম্যাচটিতে সান্তোস জিতেছে ৩-১ ব্যবধানে। ৩৭ মিনিটে প্রথম গোল করেন নেইমার। স্তাদিও মোরাম্বি স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার পর অবশ্য দ্বিতীয় গোল করেন আলভারো বারেয়াল। ৪০ মিনিটে দুই গোলে এগিয়ে যায় সান্তোস। ৪৫ মিনিটে উইলকাম অ্যাঞ্জেলের গোলে সমতা ফেরায় জুভেন্তাদে।
বিরতির পর বেশকিছু আক্রমণ সাজায় সান্তোস। দুদলই সমানতালে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। ৮-০ মিনিটে পেনাল্টি পায় সান্তোস। লক্ষ্যভেদ করতে ভুল হয়নি অধিনায়ক নেইমারের।