পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

শঙ্কার কালো মেঘ কাটিয়ে আয়োজন হচ্ছে এশিয়া কাপ। জল্পনা-কল্পনা শেষে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আগামী আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসসিসি) দেওয়া সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। কিন্তু পাকিস্তানি সমর্থকদের সেই ম্যাচ দেখা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তানি সমর্থকদের পুরো এশিয়া কাপ দেখা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
মূলত এশিয়া কাপের সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ত্ব নিয়েছে তারা। এজন্য চ্যানেলটিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দিতে হবে এক হাজার ৪৮০ কোটি টাকা। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য এই চুক্তির ২৫ শতাংশ দাবি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করতে হলে চ্যানেলটিকে দিতে হবে ৩৭০ কোটি টাকা।
এখন এই টাকার অঙ্কই সমস্যা তৈরি হয়েছে। এতদিন এশিয়া কাপ সম্প্রচার করতে মোট চুক্তির ১০ শতাংশ দিতে হত পাকিস্তানকে। কিন্তু হঠাৎই করে সেটা ১৫ শতাংশ বেড়ে যাওয়ায় বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য।
দ্য ডনকে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এর ফলে হয়তো পাকিস্তানের সব ক্রীড়া চ্যানেলকে মিলে একটি কনসোর্টিয়াম গঠন করে সম্প্রচার স্বত্ত্ব কিনতে হবে। অথবা পুরো বিষয় থেকেই সরে দাঁড়াতে হতে পারে।’
সনি নেটওয়ার্কের এমন সিদ্ধান্তকে জুয়া খেলার সঙ্গে তুলনা করে ওই কর্মকর্তা দ্য ডনকে আরও বলেন, ‘ভারতীয় সম্প্রচারকেরা অনেক বেশি ঝুঁকি নিচ্ছে এবং বাজার স্থিতিশীলতা নিয়ে জুয়া খেলছে। যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে পুরো সিস্টেমটাই অস্থিতিশীল হয়ে পড়তে পারে।’
পাকিস্তানি চ্যানেলগুলোর জন্য চড়া মূল্যে সম্প্রচার স্বত্ত্ব কেনার পেছনে রয়েছে বড় ঝুঁকি। কারণ, এশিয়া কাপে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি আয় করেন ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতায় এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা।
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে গ্রুপ পর্বের পরে সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত। যেটা এশিয়া কাপের ম্যাচ নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে পাকিস্তানি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো চড়া মূল্যে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব কিনবেন কী না সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত যদি সম্প্রচার স্বত্ত্ব না কিনে তাহলে নিজ দেশে এশিয়া কাপ দেখতে পারবেন না পাকিস্তানি সমর্থকরা।